AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডাসারে ৫টি ইউনিয়নের গ্রামীণ সড়কের বেহাল দশা, চরম জনদুর্ভোগ


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০১:৩১ পিএম, ৮ জুলাই, ২০২৫

ডাসারে ৫টি ইউনিয়নের গ্রামীণ সড়কের বেহাল দশা, চরম জনদুর্ভোগ

মাদারীপুরের ডাসার উপজেলার পাঁচটি ইউনিয়নের কয়েক কিলোমিটার গ্রামীণ সড়ক দীর্ঘদিন ধরে অবহেলিত হয়ে পড়েছে। বিশেষ করে কাঁচা সড়কগুলো বৃষ্টির সময় কাদায় পরিণত হয়ে চলাচলের অযোগ্য হয়ে ওঠে। ইটের সোলিং সড়কগুলোতেও দেখা দিয়েছে বড় বড় গর্ত। এতে শিক্ষার্থী, পথচারী ও কৃষকরা পড়েছেন চরম দুর্ভোগে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।

অন্যদিকে, এই উপজেলা কৃষি নির্ভর হওয়ায় সড়কগুলোর বেহাল দশা কৃষিকাজেও মারাত্মক প্রভাব ফেলছে। সরেজমিন পরিদর্শনের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের আশ্বাস দিয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ আগস্ট মাদারীপুরের কালকিনি উপজেলার পাঁচটি ইউনিয়ন— বালিগ্রাম, গোপালপুর, নবগ্রাম, কাজীবাকাই ও ডাসার নিয়ে গঠিত হয় নতুন ডাসার উপজেলা।

ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া গ্রাম থেকে উত্তর ভাউতলী হয়ে দক্ষিণ ভাউতলী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক এখনো মাটির। গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রামের গাফবাড়ি রাস্তা এবং ডাসার ইউনিয়নের খিলগ্রাম থেকে উত্তর ডাসার পর্যন্ত সড়কও কাঁচা। এসব রাস্তায় সামান্য বৃষ্টিতেই কাদায় রূপ নেয়, ফলে শিক্ষার্থী ও পথচারীরা দুর্ভোগে পড়েন।

এছাড়া গোপালপুর ইউনিয়ন ভূমি অফিস থেকে পশ্চিম পূয়ালী গ্রামের মুন্সী বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার ইটের সোলিং রাস্তা এখন খানাখন্দে ভরা। ডাসার ইউনিয়নের আইসার বাজার থেকে যাত্রাভিটা পর্যন্ত দুই কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কের অবস্থাও অত্যন্ত করুণ।

নবগ্রাম ইউনিয়নের বেশিরভাগ সড়ক এখনো কাঁচা। উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের এমন করুণ অবস্থায় ভ্যান ও ইজিবাইক চলাচল বন্ধ হয়ে গেছে অনেক এলাকায়। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
পশ্চিম পূয়ালী গ্রামের মো. শাহীন হাওলাদার ও সলেমান মাতুব্বর বলেন, “আমাদের কৃষিকাজে অনেক সমস্যা হচ্ছে। ছেলে-মেয়েদের স্কুল-মাদ্রাসায় যেতেও অনেক কষ্ট হয়। সরকার যদি এসব সড়ক দ্রুত পাকা করে দিত, তবে আমাদের অনেক উপকার হতো।”

জসিম উদ্দিন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা উপজেলা শহরের এত কাছে থেকেও কাঁচা রাস্তার কারণে চরম কষ্টে আছি। শীতকালে গর্তে ভরা রাস্তায় রিকশা-ভ্যান চলাচল করতে পারে না। আর বর্ষায় হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। এই রাস্তা পাকা হলে আমাদের দুর্ভোগ লাঘব হতো।”
এ ব্যাপারে কালকিনি উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করীম বলেন, “উপজেলার গ্রামীণ কাঁচা ও জরাজীর্ণ ইটের সড়কগুলোর তালিকা করে ঝুঁকিপূর্ণ সড়কগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”

 


একুশে সংবাদ/মা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!