স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে প্রায় সাড়ে তিনশ’ স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন।
স্বাস্থ্য সহকারীরা জানান, জন্মের পর মানব শিশুকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষার জন্য যে টিকাদান কর্মসূচি পরিচালিত হয়, তার মূল দায়িত্ব পালন করেন তারাই। এটি একটি সম্পূর্ণ টেকনিক্যাল কাজ হওয়া সত্ত্বেও তাদের টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে তারা এ দাবি জানিয়ে এলেও সংশ্লিষ্ট বিভাগ তা বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে তারা চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে তাদের অবদান থাকলেও বিগত সরকারগুলো শুধু আশ্বাস দিয়েছে, বাস্তব উন্নয়ন ঘটেনি। তাই স্নাতক বা সমমান শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১৪তম গ্রেড এবং ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা। প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মবিরতি পালন করছেন বলেও জানান তারা।
স্বাস্থ্য সহকারীরা জানান, এর আগে স্মারকলিপি ও আবেদনপত্রের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের দাবিগুলো জানানো হয়েছে। তবে দ্রুত দাবি মেনে না নেওয়া হলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ (সম্পূর্ণ টিকাদান কর্মসূচি) সব কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন—বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর কবির চৌধুরী, সভাপতি মোহাম্মদ মূয়েদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক হবিকুল হাসান এবং অর্থ সম্পাদক সদর উদ্দিন প্রমুখ।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে