জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন "জামালপুর হোল্ডিংস" এর ব্যবস্থাপনা পরিচালক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মোহাম্মদ শহিদুল ইসলাম খোকন।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন– শিক্ষক প্রতিনিধি মো. সোহরাব আলী, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ খোকন মিয়া এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রধান শিক্ষক সরোয়ার হোসেন।
প্রধান শিক্ষক সরোয়ার হোসেন জানান, কমিটির অনুমোদনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনায় গতি আসবে বলে আশা করা হচ্ছে।
কমিটির সভাপতি প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, “আমি ২০০২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী। স্কুলের সঙ্গে আমার শৈশব-কৈশোরের আবেগ জড়িত। এখন আবার এই বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে গর্ববোধ করছি। বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয়দের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”
একুশে সংবাদ/জা.প্র/এ.জে