কুমিল্লার তিতাস উপজেলার শাহপুর ও বাঘাইরামপুর এলাকা থেকে মাদক সংশ্লিষ্ট অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—তালিকাভুক্ত মাদক কারবারি সেকান্দর আলী (শাহপুর) ও মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি বিল্লাল হোসেন (বাঘাইরামপুর)।
৬ জুলাই (শনিবার) দিবাগত রাতে এসআই আবুল বাশার ও এএসআই সুজন সরকারের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল হোসেন, পিতা আব্দুর রব, জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং একটি মামলায় তিনি ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত।
অন্যদিকে, শাহপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সেকান্দর আলী দীর্ঘদিন ধরে এলাকায় ‘মাদক সম্রাট’ নামে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রভাবশালী একটি মহলের ছত্রছায়ায় তিনি দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবাধ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এমনকি মাদকের টাকায় বহুতল ভবন নির্মাণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্যাহ জানান, “আসামিদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ও সাজা থাকায় তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মামলাগুলো বিচারাধীন রয়েছে।”
একুশে সংবাদ/কু.প্র/এ.জে