AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫



শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

শেরপুরের নকলা উপজেলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শুভ্র জিৎ দত্ত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা, সিএনজি চালকসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পাইস্কা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত শুভ্র জিৎ দত্ত ময়মনসিংহের ফুলপুর উপজেলার সাহাপাড়া গ্রামের প্রসেনজিৎ দত্ত ও তন্দ্রা দত্তের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজি চালিত অটোরিকশা ফুলপুর থেকে যাত্রী নিয়ে নকলা উপজেলার শহরের দিকে যাচ্ছিল। পথে পাইস্কা বাইপাস মোড়ে পৌঁছালে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা তন্দ্রা দত্তের কোলে থাকা শিশু শুভ্রর মৃত্যু হয়।

দুর্ঘটনায় শিশুটির বাবা-মা, চালক ও আরও দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “দুর্ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়ে গেছেন। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!