নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় পরকিয়ার জেরে প্রেমিক সানাউল্লাহ বাদশা হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. মুকুল মিয়া (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব-১১।
র্যাব ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ১ জুলাই (মঙ্গলবার) সন্ধ্যায় জাঙ্গীর এলাকায় প্রেমিকা ও তার স্বামী মিলে সানাউল্লাহ বাদশাকে কুপিয়ে হত্যা করে। নিহত সানাউল্লাহ স্থানীয় ডিস ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রামে সালিশ হলেও তাতে কোনো সমাধান আসেনি।
হত্যার দিন সানাউল্লাহ মুকুল মিয়ার বাড়িতে গেলে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে মুকুল ও তার স্ত্রী মিলে ধারালো অস্ত্র দিয়ে সানাউল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৬ জুলাই (রবিবার) মুন্সীগঞ্জ সদর উপজেলার আমতলা এলাকা থেকে অভিযান চালিয়ে অভিযুক্ত মুকুল মিয়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে