নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুটি বালু উত্তোলন মেশিন জব্দ এবং একটি ট্রাক্টরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ জুলাই) বিকেলে ডিমলার নাউতারা ইউনিয়নের ভাটিয়া পাড়া এলাকায় নাউতারা নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। এ সময় বালু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টরকেও আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এরপর শনিবার (৫ জুলাই) উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি মৌজায় আরেকটি বালু উত্তোলনের মেশিন জব্দ করে প্রশাসন।
অভিযান দুটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার। অভিযানে সহযোগিতা করেন ডিমলা থানা পুলিশ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/নী.প্র/এ.জে
    
                        

                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
