রাজশাহীর তানোরে অসহায় মহিলাদের মাঝে সহকারী আনসার প্লাটুন কমান্ডারের নিজ অর্থায়নে ১০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। রবিবার (৬ জুলাই) সকালে উপজেলার কামারগাঁ ইউনিয়ন সহকারী প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১০০ মহিলার মাঝে এসব হাঁসের বাচ্চা মাদারীপুর আইডিয়াল কলেজ মাঠে বিতরণ করেন।
জানা গেছে, কামারগাঁ ইউনিয়ন সহকারী আনসার প্লাটুন কমান্ডার জামিরুল ইসলাম প্রায় ৫বছর ধরে মানবতার ফেরিওয়ালা হিসেবে ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে চলেছেন।
এছাড়াও ইউনিয়ন জুড়ে প্রায় ৫ হাজারের মতো বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ রোপণ করেছেন। কিন্তু এবার মহিলাদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ করে নতুন আলোড়ন সৃষ্টি করেছেন জামিরুল ইসলাম। তিনি একজন মহিলাকে ৫টি করে ২০ জন মহিলার মাঝে ১০০টির মতো হাঁসের বাচ্চা বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ভিডিপি সদস্য নুরুজ্জামান, ভিডিপি সদস্য তোতা মন্ডল, আনসার সদস্য বুলবুলসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে