মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্বামীর পরকীয়া প্রেম ও পারিবারিক কলহের জেরে রাজিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর থেকে স্বামী সুমন মিয়া পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টার দিকে খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত রাজিয়া আক্তার উপজেলার তিল্লী ইউনিয়নের তিল্লীচর গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম।
এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম এবং তিল্লী ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম (ধলা)।
জানা গেছে, উপজেলার দরগ্রাম শিমুলিয়া গ্রামের আব্দুল মালেক মিয়ার মেয়ে রাজিয়া আক্তারের সঙ্গে চার বছর আগে বিয়ে হয় সুমন মিয়ার। তাদের সংসারে দুই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, পাশের বাড়ির এক নারীর সঙ্গে সুমন মিয়ার দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি নিয়ে দাম্পত্য কলহ প্রকট হলে, মঙ্গলবার সকালে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন রাজিয়া।
ওসি মো. শাহিনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। অভিযুক্ত সুমন মিয়াকে আটকের চেষ্টা চলছে।”
একুশে সংবাদ/মা.প্র/এ.জে