AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইন্দোনেশিয়ায় আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুক


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৫:০৬ পিএম, ১ জুলাই, ২০২৫

ইন্দোনেশিয়ায় আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে দূতাবাস ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সোয়ুক

ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম পাঠাতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করবে ইন্দোনিশয়া দূতাবাস। 
আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুরে অবস্থিত প্রথম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এই কথা বলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস্টার আরিফ সোয়ুকু।

রাষ্ট্রদূত আরও বলেন, এই অঞ্চলের আম বিখ্যাত হওয়ায় যদি কেউ ইন্দোনেশিয়ায় পাঠাতে চান তাহলে ঢাকাস্থ দূতাবাস প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে এটা নির্ভর করছে এখানকার ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের উপর।

এ সময় চাঁপাই এগ্রোর চলমান প্রজেক্ট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উভয়পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয় এবং আমের বহুবিধ ব্যবহার এবং রপ্তানি খাতে আমের উজ্জ্বল সম্ভাবনা ঘিরে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

পরে জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন আমবাগান পরির্দশন করেন রাষ্ট্রদূত মিস্টার আরিফ সোয়ুকু।

এ সময় তার সাথে ছিলেন, ইন্দোনেশিয়ার ঢাকাস্থ দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফেরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মো. সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্য কর্মকর্তাগণ।
 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!