‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাক্ষ্য প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক প্রদর্শনীতে জায়গা করে নিয়েছে কোটচাঁদপুরের শিক্ষার্থী সাকিব আল হাসান অঙ্কনের আর.সি. ডেমো প্লেনটি। মঙ্গলবার দিনব্যাপী কোটচাঁদপুর উপজেলা অডিটোরিয়ামে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এই প্রদর্শনীতে অংশ নেয় উপজেলার ১০টি প্রতিষ্ঠান। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি, উপজেলা কৃষি অফিসের স্মার্ট ও টেকসই কৃষি প্রযুক্তি, কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের স্মার্ট হারমোনিয়াম ভিলেজ অ্যান্ড সিটি ইন্টিগ্রেশন প্রজেক্ট, তালসার কাজী লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের উন্নত গ্রামীণ জীবনযাত্রা, সাবদারপুর মুনছুর আলী একাডেমির ‘সেভ আওয়ার কান্ট্রি’, কোটচাঁদপুর কামিল মাদ্রাসার ‘অটোমেটিক ওয়াটার ইরিগেশন সিস্টেম’, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ‘দি সার্চ টেইনেবল আরবান ব্লু-প্রিন্ট’ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সৌর চুল্লি প্রকল্প।
এই প্রদর্শনীতে একমাত্র ব্যক্তিগত উদ্ভাবন ছিল অঙ্কনের তৈরি আর.সি. ডেমো প্লেন, যা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। প্লেনটি ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন, প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুন্ডু এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সহপাঠীরা।
অঙ্কন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের পল্লী চিকিৎসক শওকত আলীর ছেলে। সে এ বছর কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তার প্লেন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এতে করে অঙ্কন ব্যাপক পরিচিতি পায়।
এ প্রসঙ্গে অঙ্কন জানায়, “সম্প্রতি আমার বানানো প্লেন নিয়ে মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার স্যার আমাকে অফিসে আবেদন করতে বলেন। আমি আবেদন করি এবং সেই সুবাদে প্রদর্শনীতে অংশ নিতে পারি। এতে আমি খুব খুশি।”
তবে অঙ্কন জানায়, সে এখন আর শুধু ডেমো নয়, বাস্তব প্লেন বানাতে চায়। এজন্য সে কারিগরি ও আর্থিক সহায়তা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে