অনার্স দ্বিতীয় বর্ষের ফরম ফিলআপের জন্য কলেজে যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেলেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষার্থী। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই কলেজছাত্রের নাম তাওহিদ ইসলাম (২২)। তাওহিদ ইসলাম উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন ধরে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ-গোবিন্দগঞ্জ সড়কের কোচাশহর এলাকায় ঢালাই করে রাস্তা সংস্কারের কাজ চলছে। ধীরগতির সংস্কার কাজের কারণে এ পথে প্রতিদিনই দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দ্রুত যানজটপূর্ণ এই রাস্তায় আটকে পড়া বিভিন্ন যানবাহনকে পাশ কাটিয়ে হেঁটে রাস্তা চলার সময় নির্মাণাধীন সড়কের ঢালাই কাজের রডের সাথে ধাক্কা লেগে দুই ট্রাকের মধ্যে পড়ে যান তাওহিদ। এ সময় একটি ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের শিক্ষার্থী তাওহিদ ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে