খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ জুন) মৌলভীবাজার পৌর মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন। জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী এবং কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা মুহাম্মদ আব্দুস সবুর।
সভায় জেলার বিভিন্ন উপজেলা ও শাখা থেকে বাছাইকৃত কর্মীরা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন। তরবিয়তি মজলিসে জেলা ও শহর শাখাসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং দাওয়াতি, সাংগঠনিক ও আদর্শিক নানা বিষয়ে আলোচনা করেন।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

