AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে নারী ও শিশুসহ ১১ জন গ্রেফতার



শেরপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে নারী ও শিশুসহ ১১ জন গ্রেফতার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে নারী ও শিশুসহ ১১ জনকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ জুন) দুপুরে তাদেরকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা সবাই নড়াইল ও খুলনা জেলার বাসিন্দা। তাদের মধ্যে আছেন—
নড়াইলের লোহাগড়া উপজেলার আবুল কালাম (৩৪), আলপনা খানম (২৩), ইমরান শেখ (৩৫), তার স্ত্রী রোকেয়া বেগম (২৭), সন্তান লিমন শেখ (৫) ও সামিয়া (৫ মাস), রানা মোল্যা (২৬), তার স্ত্রী নাসরিন বেগম (২৩) ও ছেলে ইরফান মোল্লা (৫)। খুলনার দীঘলিয়া উপজেলার লিচি (৪৮) ও রুবেল মোল্যা (২৫)।

পুলিশ জানায়, শনিবার রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের একটি টহল দল সীমান্তবর্তী পানিহাতা মিশন এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করা অবস্থায় তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েক বছর আগে তারা কাজের সন্ধানে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং ফেরার সময়ও একইভাবে সীমান্ত অতিক্রম করছিলেন।

বিজিবি সদস্যরা তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, বাংলাদেশের সিমকার্ড এবং কিছু ভারতীয় রুপি জব্দ করে।
নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা জানান, বিজিবি বাদী হয়ে শনিবার রাতে একটি মামলা দায়ের করেছে। আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

একুশে সংবাদ / শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!