জামালপুর ইসলামপুরে ২০ বোতল বিদেশি মদসহ ২ যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, বুধবার রাতে ইসলামপুর পৌর শহরের মার্কাজ মসজিদ মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকরা হলো ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামের নহল উদ্দিনের ছেলে আকাশ (১৯) ও একই গ্রামের মনু মিয়ার ছেলে সজিব (১৯)।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় বৃহস্পতিবার (২৯ মে) আদালতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ / জা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

