AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ৩০ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চরফ্যাশনে লঞ্চ ঘাটে নৌবাহিনীর অভিযান



চরফ্যাশনে লঞ্চ ঘাটে নৌবাহিনীর অভিযান

ভোলার চরফ্যাশনে লঞ্চঘাটে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি রোধে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার বেতুয়া লঞ্চঘাটে  যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় নৌবাহিনীর তত্ত্বাবধানে চেকপোস্ট স্থাপন করা হয়।

অভিযানকালে বেতুয়া লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টোল আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা লেফটেন্যান্ট রিয়াদ হোসেন (ই), বিএন।

তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ঈদকে ঘিরে যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ভাড়া গুনতে না হয়, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, অসাধু চক্রের দৌরাত্ম্য ঠেকাতে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে নৌবাহিনীর চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয় যাত্রীরা নৌবাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে ভাড়া নিয়ে হয়রানি এবং চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে।

 

একুশে সংবাদ / ভো.প্র/এ.জে

Link copied!