AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০৬:১৪ পিএম, ২৮ মে, ২০২৫

সিরাজগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন

"শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিরাজগঞ্জেও শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫। 

বুধবার (২৮ মে) সকাল ১১টায় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবন চত্বরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. জুলিয়া আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ, জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী, পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডা. মোঃ পারভেজ সেখ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় বলেন, “পুষ্টিহীনতা কেবল একটি স্বাস্থ্য সমস্যা নয়, এটি একটি সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। সুস্থ জাতি গঠনে শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।” তিনি সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও মিডিয়াকে এ বিষয়ে সচেতনতা বাড়াতে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা কালেক্টরেট ভবন চত্বর থেকে শুরু হয়ে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরে সিভিল সার্জন অফিসের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তারা শিশু, নারী ও বৃদ্ধদের জন্য সুষম খাদ্য ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন সভায় সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের বেড়ে ওঠায় যেমন পুষ্টি অপরিহার্য, তেমনি গর্ভবতী নারী ও বয়স্কদের জন্যও এটি অত্যন্ত জরুরি। সঠিক পুষ্টির অভাবে দেশের একটি বড় জনগোষ্ঠী নানা জটিলতায় ভুগছে, যা জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে।

জাতীয় পুষ্টি সপ্তাহ চলাকালীন জেলার বিভিন্ন উপজেলায় পুষ্টি বিষয়ক ক্যাম্প, সেমিনার, খাবার প্রদর্শনী ও গণসচেতনতামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা।

 

একুশে সংবাদ / সি.প্র/এ.জে

Link copied!