নাটোরের সিংড়া উপজেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দু’জন বিদ্যুৎকর্মী আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ডাহিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে সিংড়ার ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামরুল ইসলাম মেইন লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে পুকুরে পানি সেচ করছিলেন। বিষয়টি জানতে পেরে বিয়াস পল্লী বিদ্যুৎ অফিসের অধীন বিদ্যুৎকর্মীরা现场ে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন এবং বিষয়টি বন্ধ করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে কামরুল ইসলাম তার ছেলে ও আরও কয়েকজন মিলে দুই বিদ্যুৎকর্মী আহম্মদ আলী ও শাহাবুদ্দিনকে মারধর করেন। আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে কামরুল ইসলামকে আটক করে এবং সিংড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সিংড়া থানা পুলিশ জানায়, বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী অনুরোধ জানিয়েছে, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অবৈধ অস্ত্রধারী ও জঙ্গিবাদ বিরোধী তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করুন।
একুশে সংবাদ / না.প্র/এ.জে