AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরে গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষে রতন চন্দ্র রায়ের অভূতপূর্ব সাফল্য



পার্বতীপুরে গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষে রতন চন্দ্র রায়ের অভূতপূর্ব সাফল্য

দিনাজপুরের পার্বতীপুরে গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন চন্দ্রপুর গ্রামের যুবক রতন চন্দ্র রায়। তাঁর সফলতা দেখে অনেকেই এখন গ্রীষ্মকালে এই শীতকালীন সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।

রতনের বাড়ির পাশে ১৩ শতক জমিতে তিনি গ্রীষ্মকালীন বাঁধাকপি চাষ করেছেন। ভালো ফলন এবং বাজারে চাহিদা থাকায় কেজিপ্রতি ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হবে বলে আশা করছেন তিনি। এতে খরচ বাদে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা লাভ হবে বলে জানান।

রতন বলেন, তাঁর স্ত্রী ববিতা রানী ‘টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প’-এর সদস্য হওয়ায় তিনি প্রথমে উৎসাহ পান। কৃষি বিভাগের পরামর্শ ও সহায়তায় সঠিকভাবে চাষ করায় ফলন ভালো হয়েছে। রোগবালাইও হয়নি তেমন। সেচ ও সার খরচ কম হওয়ায় লাভজনক হয়েছে এ চাষ।

তিনি জানান, প্রথমে সংশয়ে থাকলেও এখন দেখছেন গ্রীষ্মকালেও বাঁধাকপি চাষ সম্ভব এবং লাভজনক। ভবিষ্যতে অন্য ফসল কমিয়ে এই সবজির চাষে মনোযোগ দেবেন বলেও জানান তিনি।

পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন বলেন, “টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের নিরাপদ সবজি উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি শেখানো হচ্ছে। গ্রীষ্মকালীন বাঁধাকপি, ফুলকপি, টমেটো, তরমুজ ও শসা চাষ সম্প্রসারণে কাজ চলমান রয়েছে। কৃষকদের সবধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, পার্বতীপুরের মাটি ও আবহাওয়া কৃষির জন্য উপযোগী। এ উপজেলার উৎপাদিত শস্য ও সবজি স্থানীয় চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। চলতি মৌসুমে উপজেলার তিনটি ইউনিয়নে বাঁধাকপির আবাদ হয়েছে। কৃষকদের সঠিক দিকনির্দেশনা পেলে গ্রীষ্মকালীন সবজি চাষে পার্বতীপুর বানিজ্যিক কৃষিতে রূপ নিতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

 


একুশে সংবাদ/দি.প্র/এ.জে

Link copied!