AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মদনে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা



মদনে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল কর্মকর্তা সাজ্জাদুল হাসানসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলা দায়ের করা হয়।

মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. কুদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মদন পৌরসভার মেয়র সাইফুল ইসলাম সাইফ, যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন সাদত ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ মোট ৬৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০–২০০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, গত ২৩ মে ছাত্রদল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু ওরফে নবাব বাদী হয়ে এ মামলা করেন। তিনি চানগাঁও ইউনিয়নের বাসিন্দা এবং আবু আব্বাছ কলেজের শিক্ষার্থী।

এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই ‍‍`বৈষম্যবিরোধী ছাত্র-জনতা‍‍`র একটি মিছিল মদন শহরে বের হলে, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের নির্দেশে পুলিশের উপস্থিতিতে আন্দোলন দমনে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় ৫০-৬০ জন আহত হন। বাদী নবাব গুরুতর আহত হয়ে একটি চোখের দৃষ্টি হারান এবং অপর চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ওসি আরও জানান, মামলাটি বিস্ফোরক দ্রব্য আইনে রুজু করা হয়েছে। ইতোমধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/নে.প্র/এ.জে

Link copied!