মানিকগঞ্জের হরিরামপুরে পানিতে ডুবে সাফায়াত হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান। সাফায়াত দিয়াপাড় গ্রামের শরিফ হোসেনের ছেলে।
স্থানীয়রা বলেন, খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির উত্তর পাশে থাকা একটি ডোবার পানিতে ভাসতে থাকে। পরবর্তীতে তার মা দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে ছেলেকে উদ্ধার করে পরিবারের লোকজনসহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুর চাচা আরিফ হোসেন বলেন, এক সপ্তাহ আগে মোটরসাইকেলের ধাক্কায় তার বোন জামাই মারা যান। আজ তার আদরের ভাতিজার বাড়ির পাশের ডোবায় ডুবে মৃত্যু হলো।
হরিরামপুর থানা ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, স্থানীয়রা ডোবার পানিতে পড়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।
একুশে সংবাদ/ মা.প্র /এ.জে