চট্টগ্রামে বোয়ালখালীতে জাতীয়তাবাদী তরুণ দলের আহ্বায়ক কমিটির সভা শনিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার শ্রমিদল কার্যালয়ে উপজেলা তরুণ দলের আহ্বায়ক নুরুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শওকত আলম।
উপজেলা তরুণ দলের সদস্য সচিব আশিকুর রহমান বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মহসিন খান তরুন, পৌরসভা বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ আবু আকতার, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন দুলাল, পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণদলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
আলোচনার শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা তরুণ দলের নেতৃবৃন্দ। পরে উপজেলা তরুণ দলের নবগঠিত তরুণ দলের সদস্যদের একে একে পরিচয় করিয়ে দেয়া হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, একটি সুন্দর বাংলাদেশ গঠনে তরুণদের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কর্ণধার তারেক রহমানের নেতৃত্বে গঠিত জাতীয়তাবাদী তরুণ দলের মাধ্যমে একটি সুন্দর ও সুসংগঠিত সংগঠন উপহার দেওয়া এবং জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করা।
জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী উপজেলা তরুণ দলের নেতৃবৃন্দরা সব সময় কাজ করে যাবে বলে জানান দেন।
একুশে সংবাদ/ চ.প্র /এ.জে