“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পালিত হয়েছে ভূমি মেলা ২০২৫।
রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বাদ্যযন্ত্র, ব্যানার ও প্ল্যাকার্ডসহ র্যালিটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে সরকারি কমিশনার ভূমি অফিসের হলরুমে এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালী সদর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজুক রহমান রিফাত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার আয়োজক মোঃ হাফিজুর রহমান, জামায়াতের আমির মোঃ জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি মুঃ খালিদ হোসেন মিল্টন, এবং গণঅধিকার সদস্য সচিব মোঃ জাকির মুন্সি।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিকদের সেবা সহজতর করা হয়েছে। সরকার অনলাইন নামজারি, জমা খারিজ ও ভূমি উন্নয়ন করের মাধ্যমে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করছে।
সভায় আরও জানানো হয়, চলমান ভূমি মেলা ও সেবা কার্যক্রম আগামী ৩০ জুন ২০২৫ পর্যন্ত চলবে। এসময় বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, সমাজসেবক, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ প.প্র /এ.জে