AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে উত্তাল পাইকোশা:

সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ ৫ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
১২:৩৫ পিএম, ২৫ মে, ২০২৫

সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ ৫ গ্রামবাসীকে হয়রানির অভিযোগ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ পাঁচ নিরীহ গ্রামবাসীকে মিথ্যা মামলায় হয়রানি করার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাইকোশা এলাকা। এ ঘটনার প্রতিবাদে পাইকোশা মাসুয়া বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পাইকোশা বাজার কমিটির সভাপতি মোঃ মুসির মণ্ডল এর সভাপতিত্বে এবং ওমর মাস্টার এর সঞ্চালনায় আয়োজিত এই সভায় বক্তারা অভিযোগ করেন, ঝাঐল ইউনিয়ন আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সেলিম রেজা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা মামলাটি দায়ের করেছেন। এতে সাবেক চেয়ারম্যান আব্দুল আউয়ালসহ পাঁচ জন নিরীহ গ্রামবাসীকে হয়রানি করা হচ্ছে।

বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা ক্ষমতার অপব্যবহার করে এলাকার মানুষকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করছেন। বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন পাইকোশা গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাজার কমিটির সদস্য এবং প্রায় ৩ শতাধিক স্থানীয় ব্যবসায়ী ও গ্রামবাসী। বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি আঃ রশিদ মুন্সি, জয়নাল মাস্টার, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ হান্নান, হাজী হালিম, মোঃ শহিদুল, মোঃ ফনি, মোঃ বাবু প্রমুখ।

পাইকোশা এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হয়রানি বন্ধ ও নির্দোষদের মুক্তির দাবি জানিয়েছেন। প্রয়োজনে আরও বড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/ সি.প্র /এ.জে

Link copied!