শেরপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে ) সকাল ৮টা ৩০ মিনিটে শেরপুর পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই প্যারেডের আয়োজন করা হয়।
এতে অফিসার ও ফোর্সের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং প্যারেড অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। তিনি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট এবং শৃঙ্খলার ওপর ভিত্তি করে পুলিশ সদস্যদের ‘জিএস (গুড সার্ভিস)’ মার্ক প্রদান করেন।
প্যারেড শেষে পুলিশ সুপার তাঁর বক্তব্যে প্যারেডে অংশগ্রহণকারী সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন। তিনি উপস্থিত অফিসার ও ফোর্সকে নিয়ম মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা, জনসাধারণের সঙ্গে ভদ্র আচরণ এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন পুলিশ লাইন্সের আরআই মোঃ ইসরাফিল হোসেন।
একুশে সংবাদ/ শে.প্র /এ.জে