AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত



কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—কসবায় শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করেন। যদিও তারা কেন সীমান্ত অতিক্রম করেছিলেন, তা স্পষ্টভাবে জানা যায়নি। ওই সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছুড়লে রবিউল ও আজাদ আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আহত যুবকরা কেন সীমান্ত অতিক্রম করেছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত খোঁজ-খবর নেয়া হচ্ছে।”

ঘটনাটি ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে
 

Link copied!