বাউফল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের সঙ্গে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং জেলে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাউফলে কর্মরত সাংবাদিকরা।
শনিবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টায় বাউফল প্রেসক্লাবের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক মো. কামরুজ্জামান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর এ.বি.এম. মিজানুর রহমান, দ্য ডেইলি অবজারভারের আরেফিন সহিদ, মানবজমিনের মো. তোফাজ্জল হোসেন, ভোরের কাগজের অতুল পাল, সমকালের জিতেন্দ্র নাথ রায়, প্রতিদিনের সংবাদের মো. দেলোয়ার হোসেন এবং কালবেলার এম.এ. বাশারসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে ইউএনও মো. আমিনুল ইসলামের অপসারণ দাবি করেন।
উল্লেখ্য, গত সোমবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত একটি বিতর্ক প্রতিযোগিতায় ইউএনওকে আমন্ত্রণ না জানানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। অনুষ্ঠানে অনুপস্থিত ইউএনও মো. আমিনুল ইসলাম কমিটির সভাপতি ও সাংবাদিক এমরান হাসান সোহেলকে শাস্তি দিয়ে জেলে দেওয়ার হুমকি দেন এবং বলেন, “আমি প্রজাতন্ত্রের এমন চাকর, মালিককে শাস্তিও দিতে পারি।”
এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
একুশে সংবাদ/ প.প্র /এ.জে