কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনকৃত ১২ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শনিবার (২৪ মে) সকালে কুড়িগ্রাম ২২ বিজিবির আওতাধীন দিয়াডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে তাদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
আটক বাংলাদেশিদের মধ্যে ৪ জন পুরুষ, ৫ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা দীর্ঘদিন আগে ভারতে কাজের সন্ধানে গিয়েছিলেন। শনিবার ভোর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পুশইন করে। দিয়াডাঙ্গা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা সকালে তিলাই ইউনিয়নের ভাসানীর মোড় এলাকা থেকে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে শনিবার বিকেলে আটককৃতদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন:
আব্দুল মজিদ (৪২), হালালী বেগম (৩৬), হালাল মিয়া (২০), আতাউর রহমান (৩৮), আনোয়ারা বেগম (৩৫), আল-আমিন (১৯), আরজিনা খাতুন (১৬), আহসান হাবিব (২৭), গুলেনুর বেগম (৪০), মনিষা বেগম (২০), আবু বক্কর সিদ্দিক (৯ মাস), এনামুল হক (৪০) এবং মর্জিনা বেগম (৩০), ইদুল হাসান (১৬)। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়।
আটক নাগরিকরা জানান, তারা দীর্ঘদিন আগে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। কয়েকদিন আগে সেখানকার কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে শুক্রবার দিনগত রাতে বিএসএফ ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত পার হয়ে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে নারী-পুরুষ ও শিশুসহ ১২ জনকে আটক করে বিজিবি। পরে শনিবার বিকেলে বিজিবি তাদের থানায় হস্তান্তর করে। আটক সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/ কু.প্র /এ.জে