জামালপুরের সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সুভাস মিয়া হুন্দুলকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল নলসন্ধ্যা গ্রাম থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুভাষ মিয়া নলসন্ধ্যা গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোর রাত ৩টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংনা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল নলসন্ধ্যা এলাকার হেলালের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় ৪টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সুভাষ মিয়াকে গ্রেপ্তর করেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেপ্তরকালে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদ হাসান বলেন, গ্রেপ্তর সুভাষ মিয়া ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
এছাড়া গ্রেপ্তরকালে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/ জা.প্র /এ.জে