"আমি যেভাবে বালু দস্যুদের বিরুদ্ধে আন্দোলন করেছি, ঠিক সেভাবেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধেও কঠোর আন্দোলনে যাবো,"—বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, "স্থানীয় প্রশাসনকে অনুরোধ করছি, মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তাদের তালিকা তৈরি করে দ্রুত আইনের আওতায় আনুন। তা না হলে আমরা আপনাদের বিরুদ্ধেও কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবো।"
বর্তমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "রাখাইনদের সাহায্যের নামে যে করিডোর দেওয়ার পরিকল্পনা করছেন, তা বাংলাদেশের সেনাবাহিনী ও সংসদে জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে দিলে আমরা তা কখনোই মেনে নেবো না। দেশের জনগণও তা হতে দেবে না।"
শুক্রবার বিকেল ৪টায় মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন নসু, সঞ্চালনায় ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, সোলায়মান তপু, কামাল খান, জিয়াউল ইসলাম মাসুদ, শেখ মো. সুরুজ, বায়েজিদ আহমেদ, জহির ,শাহাদাত হোসেন প্রমুখ।
একুশে সংবাদ/ মু.প্র /এ.জে