AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালুখালীতে সৌদি প্রবাসীর মার্কেট নির্মাণে বাধা, নির্মাণ শ্রমিকদের উপর হামলায় আহত ৪



কালুখালীতে সৌদি প্রবাসীর মার্কেট নির্মাণে বাধা, নির্মাণ শ্রমিকদের উপর হামলায় আহত ৪

রাজবাড়ীর কালুখালী উপজেলার গান্ধীমারা বাজারে সৌদি প্রবাসী ব্যবসায়ী মো. নাসিরুল ইসলামের মালিকানাধীন মার্কেট নির্মাণ কাজে বাধা দিয়ে নির্মাণসাইটে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ মে) সকালে সংঘটিত এ ঘটনায় চারজন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে রাজবাড়ী সদর হাসপাতালে ও বাকি দুজনকে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন—মদাপুর ইউনিয়নের বৃ-গোপালপুর গ্রামের কাওসার মন্ডল (৩৫), আব্দুর রহমান (২৮), হাসান খান (৩০) ও চরমদাপুর গ্রামের হাসান মন্ডল (৩০)।

আহত আব্দুর রহমান ও কাওসার মন্ডল অভিযোগ করে বলেন, প্রবাসী নাসিরুল ইসলাম তার নিজস্ব ৬২ শতাংশ জমি এবং জেলা পরিষদ থেকে লিজ নেওয়া অতিরিক্ত জমিতে একটি মার্কেট নির্মাণ কাজ শুরু করেন। তবে দীর্ঘদিন ধরেই একটি প্রভাবশালী মহল তাদের কাজে বাধা দিয়ে আসছিল।

শুক্রবার সকালে স্থানীয় সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির ও তার সঙ্গে থাকা ৩০-৩৫ জন সহযোগী নির্মাণস্থলে এসে কাজে বাধা দিতে থাকেন। একপর্যায়ে তারা শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালান এবং এলোপাতাড়ি মারধর করেন।

খবর পেয়ে কালুখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতরা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

তবে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান কুদ্দুস ফকির দাবি করেন, সেখানে কিছু কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হলেও কোনো ধরনের মারধরের ঘটনা ঘটেনি। তিনি হামলার অভিযোগ অস্বীকার করেন।

কালুখালী থানার ওসি মো. জাহেদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৌখিক অভিযোগ পাওয়া গেছে, তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/রা.প্র /এ.জে

Link copied!