AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরে চাঞ্চল্যকর রাহুল হত্যা: ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার ‘রাজু’



সিংগাইরে চাঞ্চল্যকর রাহুল হত্যা: ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না, গ্রেপ্তার ‘রাজু’

মানিকগঞ্জের সিংগাইরে কিশোর রাহুল খান হত্যা মামলার মূল হোতা রাজিব ওরফে রাজু (১৯) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে। হত্যাকাণ্ডের পর ছদ্মবেশ ধারণ করে এলাকা ছাড়লেও শেষ রক্ষা হয়নি তার।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম. তৌফিক আজম জানান, শুক্রবার ভোরে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজুকে পটুয়াখালী সদর উপজেলার নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ১৯ মে (সোমবার) রাত ৮টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোলপাড় হানিফের ডাঙ্গা এলাকায় নজরুল ইসলাম খানের ছেলে রাহুল খান (১৭)-কে রাজুসহ ১২-১৮ জনের একটি কিশোর গ্যাং মিলে নৃশংসভাবে হত্যা করে।

ঘটনার পর মূল অভিযুক্ত রাজু চুল কেটে ন্যাড়া হয়ে ছদ্মবেশ ধারণ করে পুলিশের চোখে ধুলো দিতে চেয়েছিল। সে সায়েস্তা ইউনিয়নের সাহরাইল গ্রামের বাসিন্দা হলেও নানা বাড়ি খাসেরচরে বসবাস করত। সেখান থেকেই সে গ্যাং গঠন করে এবং রাহুল হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেয় বলে পুলিশ জানায়।

সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত চারজন এবং সন্দেহভাজন তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তদন্তের স্বার্থে রাজুর স্বীকারোক্তি ও হত্যার বিস্তারিত মোটিভ এখনই প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যরা।

 

একুশে সংবাদ/ মা.প্র /এ.জে

Link copied!