ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাস্তবায়নাধীন জলকপাট নির্মাণ প্রকল্পে অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে) দুপুরে একটি জাতীয় দৈনিকের প্রতিনিধি ফারুক নির্মাণকাজের স্থানে ছবি ও তথ্য সংগ্রহ করছিলেন। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কয়েকজন কর্মচারী তাঁর ওপর হামলা চালান। তাঁরা সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। উপস্থিত স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে রক্ষা করেন।
সাংবাদিক ফারুক তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযানে নামে এবং অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করে। বাকিরা এখনও পলাতক।
স্থানীয়দের অভিযোগ, ৭৪ কোটি ১৭ লাখ টাকা মূল্যের প্রকল্পের অধীনে নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ডিজাইন অনুযায়ী কাজ না করা এবং আর্থিক অনিয়মের বিষয় দীর্ঘদিন ধরেই আলোচিত। সাংবাদিক ফারুক এসব অনিয়ম অনুসন্ধানে গেলে হামলার শিকার হন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “সাংবাদিকের ওপর হামলার বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় সাংবাদিক সমাজ ও স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পাউবো সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশন দুটি জলকপাট, ৬.২ কিলোমিটার মাটির বাঁধ ও বাঁধের তীরে ব্লক বসানোর কাজ বাস্তবায়ন করছে।
একুশে সংবাদ/ভো.প্র /এ.জে