নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে সৈকত মিয়া (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবার দাবি করছে, তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, তবে সহপাঠীরা বলছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে।
এ ঘটনা ঘটে শুক্রবার (২৩ মে) ভোরে উপজেলার পূর্বাচল ডেসকো অফিস এলাকায়। নিহত সৈকত মিয়া পূর্বাচল উপশহরের ৮ নম্বর ওয়ার্ডের সুলফীনা এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
নিহত সৈকতের সহপাঠী জাহিদ মিয়া জানান, তিনি, সৈকত, হৃদয় ও হবুল্লা মিলে ভোররাতে পূর্বাচল ডেসকো অফিসে বিদ্যুৎ লাইনের তার চুরি করতে যান। এ সময় তার কাটার মুহূর্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈকত গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী আসিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নিহতের বাবা মোস্তফা মিয়া অভিযোগ করেন, “আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলে শরীরে পোড়ার চিহ্ন বা জখম থাকত। কিন্তু সৈকতের শরীরে তেমন কিছু পাওয়া যায়নি।”
এ বিষয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আপাতত একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”
একুশে সংবাদ/ না.প্র /এ.জে