ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খেক্কর (ইটবোঝাই ট্রাক্টর) ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাকিব শেখ (২৩) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঠাকুরপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব শেখ উপজেলার ময়না গ্রামের আকছেদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে রাকিব ঠাকুরপুর বাজার থেকে ভ্যানে করে ময়না বাজারের দিকে যাচ্ছিলেন। ঠাকুরপুর ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইটবোঝাই খেক্করের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে রাকিব গুরুতর আহত হন। তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তার মস্তিষ্কের অংশ বেরিয়ে আসে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পদ্মা সেতুর মুখে পৌঁছানোর আগেই সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।
ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা জানান, “দুঃখজনক এ ঘটনায় এলাকার মানুষ শোকাহত। দ্রুত ওভারলোডেড খেক্কর যান চলাচল বন্ধের দাবি জানাচ্ছি।”
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঠাকুরপুর ব্রিজ এলাকায় ভ্যান ও খেক্করের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ফ.প্র /এ.জে