AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নলছিটিতে ইয়াবা-গাঁজাসহ সাবেক কাউন্সিলরের মেয়ে আটক



নলছিটিতে ইয়াবা-গাঁজাসহ সাবেক কাউন্সিলরের মেয়ে আটক

ঝালকাঠির নলছিটি পৌরসভার নাঙ্গুলী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ইতি আক্তার রঞ্জু (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক ইতি আক্তার রঞ্জু পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরে আলম হাওলাদারের মেয়ে।

নলছিটি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে—রঞ্জুর বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কার্যক্রম চলছে। রাত প্রায় ১২টার দিকে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তার কাছ থেকে ২৫টি ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

অভিযানের সময় রঞ্জুর স্বামী মিরাজ মাঝি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদক ব্যবসার গোপন তথ্য পাওয়ার পরই আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি। আটক রঞ্জুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হোক এবং পলাতক মিরাজ মাঝিকেও দ্রুত আইনের আওতায় আনা হোক।

 

একুশে সংবাদ/ঝা.প্র /এ.জে

Link copied!