AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন-বিশ্ব ইনসানিয়াত বিপ্লব


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
১২:০৭ পিএম, ২৩ মে, ২০২৫

সেনাপ্রধানের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন-বিশ্ব ইনসানিয়াত বিপ্লব

সকল ধর্মের, মতের, পথের ও সকল মানুষের সমান নিরাপত্তা-স্বাধীনতা-অধিকার- মর্যাদা ভিত্তিক একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত বৈষম্যহীন অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, সব মানুষের কল্যাণে এবং সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ধারক নিবন্ধিত রাজনৈতিক দল বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ World humanity revolution, Bangladesh দেশ রক্ষায় জনগণের আস্থাস্পদ সেনাবাহিনী প্রধানের বক্তব্যকে সময়পযোগী বলে স্বাগত ও সমর্থন জানিয়েছে সংগঠনটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

বৃহস্পতিবার ( ২২ মে ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা ও প্রবর্তক আল্লামা ইমাম হায়াত এ কথা বলেন।

World humanity revolution, Bangladesh বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত এতদুপলক্ষে এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের বক্তব্য দেশের চলমান বিনাশী সংকটে বিক্ষুব্ধ ও মর্মাহত মজলুম জনগণের মনের বেদনাই প্রতিধ্বনিত হয়েছে। 

তিনি বলেন, দেশ ও জনগণের জীবনের স্বাধীনতা ও গণতন্ত্র একদিকে অভ্যন্তরীণভাব যেমন ধর্মের নামে অধর্ম উগ্রবাদি জংগীবাদি সাম্প্রদায়িক স্বৈররাজনীতির জবরদখলে বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে তেমনি বিদেশী অপশক্তির হীনস্বার্থের জবরদখলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আতংক দেখা দিয়েছে। 

আল্লামা ইমাম হায়াত দেশ -ধর্ম- গণতন্ত্র- জীবনের নিরাপত্তা- জীবনের স্বাধীনতা রক্ষায় শুধু সেনাবাহিনী নয় রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়ে বলেন, একমাত্র মানবতার রাজনীতিই সকল মীরজাফরদের ষড়যন্ত্র থেকে রাষ্ট্র- ধর্ম- গণতন্ত্র ও জীবনের সুরক্ষার রক্ষাকবচ। দেশ রক্ষায় সঠিক নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল জবাবদিহি  সরকারের জন্য পক্ষপাতমুক্ত ও দলনিরপেক্ষ নির্বাচনী সরকার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। 

এ ছাড়াও আল্লামা ইমাম হায়াত দেশ বিদেশের সকল নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এবং নিরাপদ ও সঠিক নির্বাচন নিশ্চিত করার জন্য এস্তনিয়ার মত ডিজিটাল মোবাইল থাম্ব ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আহবান জানান। 

 

একুশে সংবাদ/রাফি/বাবু/ এ.জে

Link copied!