বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি ও শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের ওপর হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একযোগে ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষকরা। শিক্ষক-কর্মচারীদের সর্বোচ্চ স্বার্থ রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয় বলে জানান আয়োজকরা।
এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য এক বিবৃতিতে সংগঠনের বোয়ালখালী শাখার সভাপতি মোহাম্মদ আলী এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হক শিক্ষকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, “দেশের প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারীর প্রাণের দাবি—শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ এবং জাতীয়করণের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলাকালে অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের ওপর হামলা ও মিথ্যা মামলায় গ্রেপ্তার ন্যাক্কারজনক ও জঘন্যতম ঘটনা।”
বিবৃতিতে আরও বলা হয়, “আমরা এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে অধ্যক্ষ শেখ কাওছার আহমেদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।”
উল্লেখ্য, সারা দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে শিক্ষক সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
একুশে সংবাদ/ চ.প্র /এ.জে