AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় আন্দাসূরা বিলের লিজ বাতিল ও অভয়ারণ্য রক্ষার দাবিতে মানববন্ধন



মান্দায় আন্দাসূরা বিলের লিজ বাতিল ও অভয়ারণ্য রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর মান্দায় আন্দাসূরা বিলের লিজ বাতিল ও অভয়ারণ্য রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়াহাট সংলগ্ন আন্দাসূরা বিলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন ভারশোঁ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপিত ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।

এ সময় উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি নূরুল ইসলামের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক হোসেন, ভারশোঁ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন, ভারশোঁ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আরজাদ আলী ফিটু, ভারশোঁ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম এবং  ৫নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আন্দাসূরা বিলে প্রায় সাড়ে ৬ হাজার মৎস্যজীবী পরিবার মৎস্য আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছেন। হঠাৎ করে কিছু অসাধু ব্যক্তি সরকারের নিকট থেকে লিজ নিয়ে বিলে পুকুর ও দীঘি খনন করছেন। এই বিলে হাজার বছর ধরে প্রাকৃতিকভাবে পদ্মফুল, ফল, সিঙ্গার, নিকাড়, শাপলা ও শালুক জন্মে থাকে।

স্থানীয় মৎসজীবিরা এ বিলে মাছ আহরণের পাশাপাশি এগুলো বিক্রি করে অনেকে জীবীকা নির্বাহ করে থাকেন। অথচ রিংকু নামে এক প্রভাবশালী ব্যক্তি প্রকৃতিকভাবে জন্মা সম্পদে বিষ প্রয়োগ করে ধ্বংস করছেন।

সোনাপুর মৎস্যজীবী সমবায় সমিতির নামে ইজারা নিয়ে অবৈধভাবে তারা বিলের প্রকৃতি ধ্বংস করে পুকুর ও দীঘি খনন করছেন। অচিরেই এ ইজারা বাতিল করে বিল উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে প্রকৃতিক ভারসাম্য রক্ষাসহ বিলে পুকুর ও দীঘি  খনন বন্ধের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।
 

 

একুশে সংবাদ/ ন.প্র /এ.জে

Link copied!