AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে খড়ের পালা ও গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ



তানোরে খড়ের পালা ও গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ

রাজশাহীর তানোরে পূর্ব শক্রতার জেরে রাতের আঁধারে খড়ের পালায় আগুন ও গাছ কাটার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবু সুফিয়ান।

বৃহস্পতিবার  দুপুরের দিকে সুফিয়ান বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। তবে অভিযোগে কাউকে বিবাদী করা হয়নি। গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার কামারগাঁ ইউনিয়ন ইউপির মাদারিপুর গ্রামে খড়ের পালায় আগুন ও বিভিন্ন প্রজাতীর ফলের গাছ কাটার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে ঘটনাটি নিয়ে দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে দোষীদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি তুলেছেন ভুক্তভোগীসহ স্থানীয়রা।

আবু সুফিয়ান অভিযোগে উল্লেখ করেন, গত ২০ মে মঙ্গলবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে কে বা কারা ১০ বিঘা জমির খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়  এবং ৩টি সুপারির গাছ ও ৫টি আম গাছ কর্তন করে রেখে যায়। অবশ্য দুটি আমগাছে আম ছিল। সে অবস্থায় কেটে ফেলে। ঘটনাটি এক পথচারী যাওয়ার সময় দেখতে পেয়ে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করা হলে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়। এতে করে আবু সুফিয়ানের ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, একজনের সাথে আরেক জনের কোন না কোন কারণে দ্বন্দ্ব ফাসাদ থাকতেই পারে। তাই বলে খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দিবে, আবার ফলসহ গাছ কেটে ফেলবে এটা কোন ধরনের কথা। খড়ের পালা বা গাছ তো কোনো অপরাধ করেনি। তাহলে এসব করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে লাভ কি। একদিন না একদিন জানা যাবে কারা এসব করেছে। তখন কেমন লাগবে। এসব কোনো বিবেকবান মানুষের কাজ হতে পারেনা। খড় গো খাদ্যের প্রধান উপকরণ। খড়ের দামও অনেক।

থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

 


একুশে সংবাদ/ রা.প্র /এ.জে

Link copied!