প্রকাশ্য দিনের বেলায় কোটচাঁদপুরে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে। বৃহস্পতিবার সকালে এ চুরির ঘটনা ঘটেছে কোটচাঁদপুর বালিকা বিদ্যালয় সংলগ্ন আব্দুল কাদের মন্টু মিয়ার বাড়ির নিচতলায়।
ভুক্তভোগী শিক্ষক ইসমত আরা বলেন, আমরা বাড়িতে মূলত তিনজন বসবাস করি। এর মধ্যে আমি কোটচাঁদপুর মহিলা মাদরাসায় শিক্ষকগতা করি, মেয়ে বালিকা বিদ্যালয়ে পড়ালেখা করে। আর মেয়ের আব্বা প্রায় সময় বাড়িতেই থাকেন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে আমি ও আমার মেয়ে স্কুলে চলে যাই। আর মেয়ের বাবা যান কোটচাঁদপুর মেইন বাস স্ট্যান্ডে আত্মীয়ের বাসায় আম পাঠাতে। এরপর বাড়িতে ফিরে এসে দেখতে পান বাড়ির সব কাপড় চোপড় এলোমেলো, আলমারি, শোকেশ ও ঘরের দরজার খোলা। এ সব দেখে তিনি আমাকে মোবাইল করেন। তবে আমি ব্যস্ত থাকায় মোবাইল রিসিভ না করায় আমার স্বামী মাদরাসায় চলে যান। এরপর জানান এ ঘটনা। পরে আমি বাড়িতে এসে দেখতে পাই সব কিছু এলোমেলো।
তিনি আরো বলেন, চোরেরা ঘর থেকে নগদ ৬০ হাজার টাকা ও ৭ ভরির মতো স্বর্ণালংকার নিয়ে যায়। এতে করে ১০-১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন তিনি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক এসআই মাসুম বিল্লাহকে পাঠিয়ে ছিলাম। তিনি জানিয়েছেন ঘরের তালা চাবি দিয়ে খুলে এ চুরি সংঘটিত হয়েছে। একটা তালাও ভাঙ্গা হয়নি।
তিনি বলেন, মাসুম বিল্লাহ ঘটনাটি তদন্ত করছেন। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। এছাড়া ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/ ঝি.প্র /এ.জে