কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে গাজীপুর জেলা বিএনপি।
গতকাল মঙ্গলবার (২০ মে) বিকেলে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ও সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপির সকল কমিটি বিলুপ্তির ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৩ মে) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের নিজ বাড়ি কালীগঞ্জ উপজেলার বর্তুল গ্রামে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আলাপ-আলোচনার মাধ্যমে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির মাস্টারকে আহ্বায়ক, খালেকুজ্জামান বাবলুকে সদস্য সচিব ও পৌর বিএনপির সাবেক সভাপতি হোসেন মোহাম্মদ আরমানকে আহ্বায়ক এবং ইব্রাহীম প্রধানকে সদস্য সচিব করে উপজেলা ও পৌর সভার আহ্বায়ক কমিটি ঘোষিত হয়। কমিটি ঘোষণার সাত দিনের মাথায় কালীগঞ্জ উপজেলাসহ জেলার সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর মুঠোফোন একাধিকবার ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হয়।
একুশে সংবাদ////র.ন