নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার দুই শতাধিক শিক্ষক অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তাছভীর হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ সিদ্দিকী, প্রধান শিক্ষক রিনা আক্তার, মহাদেব বিশ্বাস, আব্দুল গাফ্ফার ও গোলাম সাদেক।
বক্তারা বলেন, শিক্ষার্থীরা নানা প্রতিকূলতায় শিক্ষাগ্রহণ থেকে বিমুখ হচ্ছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তাদের মানবিক বিকাশ হচ্ছে না। বিদ্যালয়গামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার প্রাণকেন্দ্র বানাতে হবে। তাদেরকে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ও পাঠমুখী করতে নানা কৌশল অবলম্বন করতে হবে। তবেই শিক্ষার যথার্থ মানোন্নয়ন হবে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে