জামালপুরের সরিষাবাড়ীতে অটো বাইকের চাকায় পিষ্ট হয়ে সেলিম মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় পৌরসভার তারাকান্দি-সরিষাবাড়ী সড়কের ঝালুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া উপজেলার পোগলদীঘা ইউনিয়নের রুদ্র বয়ড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার আরামনগর থেকে বাজার করে অটোবাইক যোগে রুদ্র বয়ড়া নিজ বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অটো বাইকটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় সেলিম মিয়া অটো বাইকের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। মঙ্গলবার সকালে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. রাশেদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/ জা.প্র/এ.জে