AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত



পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, শুধু মেধা ও যোগ্যতা দিয়েই পুলিশের চাকরি পেতে হবে। যদি কোনো ব্যক্তি, রাজনৈতিক নেতা বা পুলিশ সদস্য পুলিশের কনস্টেবল পদে নিয়োগের জন্য টাকা দাবি করে তাহলে তোমরা সাথে সাথে পুলিশ সুপারের মোবাইল নম্বরে কল দিয়ে অবহিত করবে।

গতকাল বুধবার সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ভেতরে অনুষ্ঠিত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে নিয়োগপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মৌলভীবাজারে পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা মৌলভীবাজার পুলিশ লাইন্সের ভেতরে গতকাল সকালে দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। দেড় ঘন্টাব্যাপী লিখিত পরীক্ষায় প্রাথমিক বাছাইপর্বে উত্তীর্ণ ২৭৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল  হোসেনসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা।

লিখিত পরীক্ষা শেষে নিয়োগ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ মনস্তাত্ত্বিক মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রার্থীদের ধারণা দেন নিয়োগ  বোর্ডের সভাপতি, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন।

এ সময় তিনি সবাইকে প্রতারক চক্রের প্রলোভন থেকে দূরে থেকে মৌখিক পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

পুলিশ সুপার কার্যাল জানায়, আগামী ২৯ মে নিয়োগ প্রক্রিয়ার মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ওইদিন ট্র্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রাার্থীদের নাম ঘোষণা করা হবে।

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!