ঝিনাইদহের কোটচাঁদপুরে অনুমতি ছাড়া ড্রেজার মেশিন ব্যবহার করে পুকুর থেকে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন। সোমবার (৭ জুলাই) কোটচাঁদপুর থানায় এজাহারটি দায়ের করা হয়।
এজাহার সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১৭ নম্বর ছয়খাদা মৌজার বাসিন্দা অমল ঘোষ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুকুর পুনঃখননের কথা বলে রাতের আঁধারে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন। এতে সহযোগিতা করেন ওই এলাকার রেজাউল ইসলাম।
অমল ঘোষ কোটচাঁদপুরের সাবদারপুর এসডি কলেজের অধ্যক্ষ এবং রেজাউল ইসলাম ড্রেজার মেশিনের মালিক বলে জানা গেছে।
ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন বলেন, “কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই পুকুর খননের নাম করে রাতের বেলা বালু উত্তোলন করে তা বিক্রি করা হচ্ছিল। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে অফিস সহায়ক মিনারুল ইসলামকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল লক্ষ্মীকুন্ডু গ্রামে সরেজমিনে তদন্তে যাই। সেখানে গিয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সত্যতা পাওয়া যায়।”
তিনি আরও জানান, অভিযুক্তদের নিষেধ করা হলেও তারা তা না মেনে বাণিজ্যিক উদ্দেশ্যে পুকুর থেকে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখেন। যা “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০”-এর ১৫ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ কারণে জমির মালিক ও ড্রেজার মেশিন মালিককে আসামি করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “এ বিষয়ে দোড়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা একটি এজাহার দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে