যশোরের শার্শায় পুলিশি অভিযানে প্রায় বিলুপ্ত বন্যপ্রাণী তক্ষক সাপসহ করিম হোসেন ও মামুনুর রশীদ নামে দুই পাচারকারীকে আটক করা হয়েছে ।
মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার কেএম ওসি রবিউল ইসলাম।
তাদেরকে সোমবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে শার্শার মাটিপুকুর গ্রাম থেকে আটক করা হয়। আটক করিম হোসেন মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে ও মামুনুর রশীদ হেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানায়, বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী পাচারের খবরে শার্শা থানা পুলিশ মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করেন।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে করিমের বসতঘরের ভিতরে প্লাস্টিকের বাস্কেটের ভিতর থেকে একটি তক্ষক সাপ উদ্ধার করে।
আসামি করিম হোসেনের বিরুদ্ধে একই অপরাধে আরও একটি মামলা শার্শা থানায় রয়েছে।
শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম জানান, এ সংক্রান্তে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
একুশে সংবাদ/ য.প্র/এ.জে