AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২১ মে, ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সামান্য বৃষ্টিতেই জলমগ্ন চরভদ্রাসনের গার্লস স্কুল সড়ক: জনদুর্ভোগ চরমে



সামান্য বৃষ্টিতেই জলমগ্ন চরভদ্রাসনের গার্লস স্কুল সড়ক: জনদুর্ভোগ চরমে

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গুরুত্বপূর্ণ গার্লস স্কুল সড়কটি সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়ছে। শাহজালাল ব্যাংকের সামনে থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত সড়ক অংশটি একাধিক বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

বৃষ্টি হলে সড়কটি যেন রূপ নেয় জলাশয়ে। যানবাহন তো দূরের কথা, সাধারণ পথচারীদের চলাচলই হয়ে পড়ে দুর্বিষহ। পানি নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় শতাধিক পরিবারের কয়েক হাজার মানুষ দিনের পর দিন পানিবন্দি অবস্থায় থাকেন।

এলাকাবাসী মো. মানিক মিয়া জানান,"সমস্যাটা গত কয়েক বছর ধরে চলছে। এক ফোঁটা বৃষ্টি হলেই হাঁটু পানি জমে যায়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।"

স্থানীয় বাসিন্দা মুজ্জামেল বলেন,"রাস্তার এই অবস্থা যানবাহন চালকদের জন্যও বিপজ্জনক। দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।"

কয়েকজন দোকানদার ক্ষোভ প্রকাশ করে বলেন,"বৃষ্টির পরে সড়কের যা অবস্থা হয়, তাতে একে জলাশয় বললেও ভুল হবে না। ব্যবসা তো দূরের কথা, দোকানেই পানি উঠে যায়।"

বিষয়টি সম্পর্কে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন বলেন,“বিষয়টি আগে আমার জানা ছিল না। এখন অবগত হয়েছি। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং সড়কের উন্নয়ন কাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক সংলগ্ন এমন গুরুত্বপূর্ণ সড়কে বছরের পর বছর এই অব্যবস্থা চলতে পারে না।

 


একুশে সংবাদ/ ফ.প্র/এ.জে
 

Link copied!