কুরগাঁওয়ে পীরগঞ্জে ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা (২য় পর্যায়) শেষ হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সমাপনি দিনে কর্মশালায় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, সমাজসেবা অফিসার এসএম রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মির্জা মনোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিনসহ অন্যরা।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার মাধ্যমে পিছিয়ে পড়া প্রান্তিক জনগণের জন্য দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব আর এ প্রশিক্ষণ সেই পথকে সুগম করবে।
কর্মশালায় গ্রাম আদালতের আইনি কাঠামো ও কার্যক্রম সম্পর্কে অবহিত করণ, স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করা এবং গ্রাম আদালতের ব্যবস্থাপনাকে দক্ষ ও সময়োপযোগী করে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে