মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে “ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট–২০২৫” উপলক্ষে বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন। সভা পরিচালনা করেন সহকারী উপজেলা নির্বাচন অফিসার মো. জুয়েল।
সভায় বক্তব্য রাখেন—লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান, সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ শহিদুর রহমান সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দীন, একাডেমিক সুপারভাইজার সোহেল হায়দার খান, শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক সরদার, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস হেলাল ।
সভায় উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক, পাশাপাশি উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/মু.প্র/এ.জে